Tuesday, June 23, 2020





সেই সন্ধ্যাটা 



আবার নেমে আসবে
কালো মেঘগুলি আবার ভেসে বেড়াবে
সন্ধ্যাটাও শেষ হয়ে আসবে আস্তে আস্তে
প্রকৃতির নিয়মানুসারে রোজকার মত ,
আজও ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে
ঘুরতে ঘুরতে বারোটাতে এসে
দিবারাত্রির মিলনটা ঘটিয়ে দিবে
ঠিক তখনই তারিখটা বদলে যাবে
ভোর হবার আগেই আবার বিষন্ন আঁধার নেমে আসবে
চোখের পল্লবদুটি জলে ভিজতে থাকবে
টপটপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পরবে বইয়ের পাতায়
সেদিন বইয়ের পাতা গুলো ভিজতে ভিজতে কুকড়িয়ে যাবে অনায়াসে ।
জীবনগুলো কেমন যেন ব্যস্ততার ভিড়ে
হারাতে হারাতে একটা সময় নিখোঁজ হয়ে যাবে,
সেদিন কলমের রংগুলো ছড়িয়ে রবে
সহস্র ডায়েরি ফুরিয়ে যাবে
হয়তো সেদিন আমিটাই আর থাকবো না ,
কোন একদিন এভাবে আমার জীবনীটাও লেখা হবে
একটা সময় আমাকে নিয়ে কেউ ভাব্বে না
আর কষ্ট গুলো তীব্র ব্যথা দেবে না
তখন সবাই সয়ে যাবে সব ।

No comments:

Post a Comment

এই নাস্তিক নিজেকে ও জাকির নায়েক কে ঈশ্বর দাবি করে | এই কথা শুনে জাকির ন...

এই নাস্তিক নিজেকে ও জাকির নায়েক কে ঈশ্বর দাবি করে | এই কথা শুনে জাকির ন...