গানের কথাঃ আমি সাজাবো তোমারে
সংগীত শিল্পীঃ শারমিন
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।
তুমি যদি আসো আমার ঘরে
দেখব তোমায় দুই নয়ন ভরে,
আমার গলার মালা খুলে
দেবো তোমারে বন্ধু,
আমার গলার মালা খুলে
দেবো তোমারে..
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।
তুমি যদি আসো আমার কাছে
রাখবো তোমায় আমারই পাশে,
তুমি ছাড়া একা একা থাকি কি করে বন্ধু,
তুমি ছাড়া একা একা থাকি কি করে..
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথি হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।
ইসাক সরকার যেই দুঃখের দুঃখী
প্রাণ বন্ধুরে পাইলে হইতো সুখী,
ইসাক সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে
হায়রে,
ইসাক সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে,
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।