Monday, July 13, 2020

এই নাস্তিক নিজেকে ও জাকির নায়েক কে ঈশ্বর দাবি করে | এই কথা শুনে জাকির ন...

এই নাস্তিক নিজেকে ও জাকির নায়েক কে ঈশ্বর দাবি করে | এই কথা শুনে জাকির ন...

আমার আগুনের ছাই জমে জমে,




আমার আগুনের ছাই জমে জমে,
কত পাহাড় হয়ে যায়।
আমার ফাগুনেরা দিন গোনে গোনে,
আর উধাও হয়ে যায়।
যত পথের বাধা, সবইতো কালো সাদা,
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,
কবে রে আসবে সে রোদেলা দিন।
টোরি তো কাছে চাই পুরোনো কথা টাই,
শুনতে আবার করে ও.
এমনও যদি হয়, মনেরা নদী হয়,
ভাসাবো অনেক দূরে.
যত পথের বাধা, সবইতো কালো সাদা,
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন।
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে,
কবে রে আসবে সে রোদেলা দিন।
ফেরাবো তোকে আর

Wednesday, July 1, 2020

বাংলা কবিতা

কবিতা: ভালোবাসি তোমাকে

তোমার কাছে আমি রয়ে গেলাম চির অচেনা 9
হয়ে উঠে নি আজও চেনা
সেদিন বলেছিলে তোমার পাশেও নাকি আমি বড্ড বেমানান
সেদিনও আমি বলিনি কিছু
ডাকিনি তোমাকে আর পিছু
সেদিন তুমি হারিয়ে গেলে দূরের অচিন পথে,
খুঁজেছিলাম তোমায় তবুও পাইনি আমি খুঁজে
আমার ভেজা চোখে ,এড়িয়ে গিয়েছিলে কোনমতে,
মিশে গিয়েছিলে তারার আঁধার রাতে,
খুঁজে পাইনি সেদিন তোমায় সাদা মেঘের ভীরে?
করেছিলে আমাকে অবজ্ঞা,
তোমার সুখের ঘরে বারণ ছিলো আমার ফেরা
বৃষ্টি হয়ে যদি নামি তোমার চোখের কোণে
পারবে কি আমায় চিনে নিতে
নাকি রেখেদিবে তোমার সেই অবহেলাতে
যদি কখনো তোমাকে হারানোর ভয়ে হয়ে যাই জড়োসড়ো,
আমার এ ভয় ভাঙ্গাবে কি কখনো
স্বপ্ন হয়ে আসবে কি আমার ঘুমের মাঝে ,
হাতটা কি বাড়িয়ে দিবে তুমি ?
নাকি আমাকে আরো বেশি অবহেলা করবে ।
আজকাল আর তোমার অবহেলা সহ্য করে পারি না
তোমাকে একটু দেখতে চাইলেও আর দেখতে পারিনা।
আজ আর পারিনা চিৎকার করে বলতে ভালোবাসি তোমাকে
খুব ইচ্ছে করে বর্ষার ঝুম রাতে বৃষ্টিতে ভিজব তোমার সাথে
পিচ ঢালা রাস্তায় হাঁটবো তোমার হাতটা আলতো করে ধরে ।
হঠাৎ আমি বৃষ্টি ভেজা খোলা চুলে,খালি পায়ে,মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলব ভীষণ ভালবাসি তোমাকে ।

Rtv Music Live Steaming | Enjoy Nonstop Music

Tuesday, June 30, 2020



গানের কথাঃ আমি সাজাবো তোমারে
সংগীত শিল্পীঃ শারমিন



আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।

তুমি যদি আসো আমার ঘরে
দেখব তোমায় দুই নয়ন ভরে,
আমার গলার মালা খুলে
দেবো তোমারে বন্ধু,
আমার গলার মালা খুলে
দেবো তোমারে..
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।

তুমি যদি আসো আমার কাছে
রাখবো তোমায় আমারই পাশে,
তুমি ছাড়া একা একা থাকি কি করে বন্ধু,
তুমি ছাড়া একা একা থাকি কি করে..
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথি হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।

ইসাক সরকার যেই দুঃখের দুঃখী
প্রাণ বন্ধুরে পাইলে হইতো সুখী,
ইসাক সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে
হায়রে,
ইসাক সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে,
আমি সাজাবো তোমারে
আমার মনের মত করে,
সাথী হয়ে আসো যদি আমারই ঘরে।
আমি সাজাবো তোমারে,
আমি সাজাবো তোমারে।

Bangla Kobita


অভিমানী

জানালার এক পাশে দাড়িয়ে দেখি আকাশের ঐ চাঁদ,
ভালোবাসার আবীরে ঢাকা জ্যোস্নাভরা এ রাত।
অভিমানী চোখে যখন তাকাও আমার দিকে,
আলতো করে চোখের কোনে জলের ফোঁটা থাকে।

টানা চোখের বাঁকা চাহনি লাগছে তোমায় খুব,
রেগে যাওয়া কপালের ভাজ তারাও আজ চুপ।
মুখে তোমার একটু হাসি চোখে পানি রাশি রাশি,
ভাবছ তুমি বলবে আমায় দেখছ আমি ভালো আছি।

ভীরু ভীরু চোখের চাওয়া বলছে কত না বলা কথা,
বলতে গিয়ে কাঁপা স্বরে হঠাৎ করে চুপসে থাকা।
চুপটি করে জানালা দিয়ে চাঁদটাও দেয় যে উঁকি,
দেখছে তোমার অভিমানী মুখ ফোলানো চেহারা টি।

ক্ষমা করে দেওনা এবার ধরছি আমি কান,
চাঁদটাও ডাকছে মোদের ঝেরে ফেলো না অভিমান।
চোখটি এবার বাঁকা করে দেখছ আমায় ঠায়,
এ ছাড়া অন্য কিছু বলার তোমার নাই।

বলতে চাই ভালোবাসি তাইতো তোমার কাছে আসি।
রাগ- অভিমান ঝেরে ফেলো চাঁদের আলোয় ঘুরি চল।
ক্ষমা এবার করনা আমায়, ভুলতো তবু মানুষেরই হয়।
করবো না আর এমন কভু, মাফটা এবার কর না তবু।

মুচকি হেসে আলতো করে চুপি স্বরে আমায় বলে,
মাফ করেছি এবার কভু এমন কাজ আর না কর।
এমন ভাবেই মিষ্টি করে অভিমানের শেষ হল।




প্রথম ভালোবাসার 


রোজ কলেজে দেখা হতো কথা হতো না
তোমায় দেখে আমার মনের দুঃখ থাকতো না
সব সময় তোমার দেখা পেতে চায় এই মন
তোমার খোজে থাকতাম তাই আমি সারাক্ষন ।
প্রথম প্রেমে মজা বেশী বলতো লোক জনে
তোমায় দেখে প্রেম জেগেছে আমার এই মনে
আমার কাছে তুমি আমার স্বপ্নের রাজকন্যা
তোমার জন্য এই বুকেতে ভালোবাসার বন্যা ।
তুমি এলে আমার কাছে আলোক বাতি হয়ে
মাঝি তুমি হলে ওগো আমার মনের নায়ে
ভালোবেসে তোমায় আমি দেবো অনেক আদর
আমার কাছে হবে বেশী তোমার মনের কদর ।
যদি তুমি ভাসো ভালো একটু আলতো করে
উজাড় করে দেবো সব খুবই যতন করে
এসো দুজন মিলে যাই এক মন হয়ে
মনে মনে মিলে থাকবো জনম জনম ধরে।

Tuesday, June 23, 2020





সেই সন্ধ্যাটা 



আবার নেমে আসবে
কালো মেঘগুলি আবার ভেসে বেড়াবে
সন্ধ্যাটাও শেষ হয়ে আসবে আস্তে আস্তে
প্রকৃতির নিয়মানুসারে রোজকার মত ,
আজও ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে
ঘুরতে ঘুরতে বারোটাতে এসে
দিবারাত্রির মিলনটা ঘটিয়ে দিবে
ঠিক তখনই তারিখটা বদলে যাবে
ভোর হবার আগেই আবার বিষন্ন আঁধার নেমে আসবে
চোখের পল্লবদুটি জলে ভিজতে থাকবে
টপটপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পরবে বইয়ের পাতায়
সেদিন বইয়ের পাতা গুলো ভিজতে ভিজতে কুকড়িয়ে যাবে অনায়াসে ।
জীবনগুলো কেমন যেন ব্যস্ততার ভিড়ে
হারাতে হারাতে একটা সময় নিখোঁজ হয়ে যাবে,
সেদিন কলমের রংগুলো ছড়িয়ে রবে
সহস্র ডায়েরি ফুরিয়ে যাবে
হয়তো সেদিন আমিটাই আর থাকবো না ,
কোন একদিন এভাবে আমার জীবনীটাও লেখা হবে
একটা সময় আমাকে নিয়ে কেউ ভাব্বে না
আর কষ্ট গুলো তীব্র ব্যথা দেবে না
তখন সবাই সয়ে যাবে সব ।



গানের কথাঃ- একদিন পোড়াবে আমার অভাব
সংগীত শিল্পীঃ- ‍সাদাত হোসেন


হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে,
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।

তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত
আমার বুকে আসবে আমাবস্যা রাত,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।

অভাগার মন নিয়ে করোনা ছলনা
মন সে তো নয়রে তোমার হাতের খেলনা,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।

হৃদয়ও মাঝারে পুষলাম কত আদোরে,
হৃদয় মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।



গানের কথাঃ- দাড়ি - কমা।
সংগীত শিল্পীঃ- শেখ সাদী।



আমায় নিয়ে হাজার অভিযোগ
তোমার মনে জমা,
তোমায় ভালোবাসার জন্য
নেই কোনো দাড়ি কমা।

তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।

কত সময় বয়ে গেল ঘড়ির কাঁটা ধরে
অপেক্ষা বাড়ছে শুধু হাজার মুখের ভিড়ে।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।

জানি সবি ভুলে যাবে আমিও হবো পুরনো
ধূলো জমা তোমার স্মৃতি
যত্নে রাখি এখনো।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।

Monday, June 22, 2020

গানঃ ভালো আছি ভালো থেকো #সংগীত শিল্পীঃ সাইফ জোহান




গানঃ ভালো আছি ভালো থেকো
সংগীত শিল্পীঃ সাইফ জোহান

ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালাখানি... ও
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটারে
আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোয়া.... ও
তেমনি তোমার গভীর ছোয়া।
ভেতরের নীল বন্দরে..
আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জোড়ে।
আমার ভেতর বাহির অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জোড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম।
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিড় চলা.... ও
তেমনি নিবিড় চলা।
মরমের মূল,পথ ধরে।

এই নাস্তিক নিজেকে ও জাকির নায়েক কে ঈশ্বর দাবি করে | এই কথা শুনে জাকির ন...

এই নাস্তিক নিজেকে ও জাকির নায়েক কে ঈশ্বর দাবি করে | এই কথা শুনে জাকির ন...